Tomake Lyrics (তোমাকে গান) । Shreya Ghoshal

Tomake Lyrics (তোমাকে গান) । Shreya Ghoshal

 

tomake-lyrics

Tomake Song Lyrics is from the Bengali movie Parineeta which is sung by Shreya Ghoshal and the Music has been composed by Arko. Lyrics has also been penned by him


"TOMAKE" SONG INFO

SingerShreya Ghoshal
LyricistArko
MusicArko
Mix MasterAditya Dev
LanguagePunjabi
StarringSubhashree, Ritwick 
Music LabelRCE MUSIC


Tomake Lyrics  Shreya Ghoshal

প্রাণ দিতে চাই, মন দিতে চাই ।

সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই,

তোমাকে, ও ও ও তোমাকে ।


স্বপ্ন সাজাই, নিজেকে হারায় ।

দুটি নয়নে নিয়ে রোজ শুতে যাই,

তোমাকে, ও ও ও তোমাকে ।


জেনেও তোমার আঁখি,

চুপ করে থাকে ।

রোজ দুই ফোঁটা যেন,

আরও ভালো লাগে ।

গানে, অভিসারে

চাই শুধু বারেবারে,

তোমাকে, ও ও ও তোমাকে ।


যেদিন কানে কানে সব বলবো তোমাকে ।

বুকের মাঝে জাপটে জড়িয়ে ধরবো তোমাকে ।


পথ চেয়ে রই, দেরি করো যতই ।

আর ভোলা যাবে না জীবনে কখনোই,

তোমাকে, ও ও ও তোমাকে ।


তুমি হাসলে আমার ঠোঁটে হাসি ।

তুমি আসলে জোনাকি রাশি রাশি ।

রাখি আগলে তোমায় অনুরাগে ।

বলো কিভাবে বোঝাই ভালোবাসি ।

সব চিঠি, সব কল্পনা জুড়ে,

রং মিশে যায় রুক্ষ দুপুরে ।

সেই রং দিয়ে তোমাকে আঁকি ।

আর কিভাবে বোঝাই ভালোবাসি ।


প্রাণ দিতে চাই, মন দিতে চাই ।

সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই,

তোমাকে, ও ও ও তোমাকে ।


স্বপ্ন সাজাই, নিজেকে হারায় ।

দুটি নয়নে নিয়ে রোজ শুতে যাই,

তোমাকে, ও ও ও তোমাকে ।

TOMAKE VIDEO SONG

Previous Post Next Post

Recent Posts

Recents